ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ব্রাজিল দলে ফিরলেন কুতিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
ব্রাজিল দলে ফিরলেন কুতিনহো

২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী দুই ম্যাচের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। শুক্রবার ঘোষিত ২৩ সদস্যের দলে সুযোগ পেয়েছেন ফিলিপে কুতিনহো।

তবে রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ ছন্দে থাকা ভিনিসিউস জুনিয়র ডাক পাননি।  

বাছাইপর্বে ব্রাজিলের পরবর্তী ম্যাচ আগামী ১২ নভেম্বর, কলম্বিয়ার মাঠে। এর পাঁচ দিন পর আর্জেন্টিনার মোকাবিলা করবে আলবিসেলেস্তেরা। কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম লেগের ম্যাচটি এর আগে স্থগিত হয়েছিল। সাও পাওলোয় ম্যাচ শুরুর কিছু সময় পর খেলা বন্ধ করে দেন স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। সেই ম্যাচ নিয়ে এখনও তদন্ত চলছে। তবে আপাতত তদন্ত একপাশে রেখে ম্যাচটি ফের মাঠে গড়াবে।

১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার বাছাইয়ে শীর্ষে আছে ব্রাজিল। সমান ম্যাচে ৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা।

চোট কাটিয়ে দীর্ঘ সময় পর বার্সেলোনা দলে ফেরা কুতিনহোর পাশাপাশি লিভারপুলের স্ট্রাইকার রবের্তো ফিরমিনোও ফিরেছেন তিতের দলে। আর প্রথমবারের মতো ব্রাজিল দলে ডাক পেয়েছেন গোলরক্ষক গাব্রিয়েল শাপেকো।

ব্রাজিল দল:

গোলরক্ষক: আলিসন (লিভারপুল), গাব্রিয়েল শাপেকো (গ্রেমিও), এদেরসন (ম্যানচেস্টার সিটি)

ডিফেন্ডার: দানিলো (জুভেন্তাস), আলেক্স সান্দ্রো (জুভেন্তাস), এমেরসন রয়াল (টটেনহ্যাম হটস্পার), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), লুকাস ভেরিসিমো (বেনফিকা), মার্কিনিয়োস (পিএসজি), থিয়াগো সিলভা (চেলসি), রেনান লোদি (আতলেতিকো মাদ্রিদ)

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনহো (লিভারপুল), ফ্রেদ (ম্যানচেস্টার ইউনাইটেড), জেরসন (মার্সেই), লুকাস পাকেতা (অলিম্পিক লিওঁ), ফিলিপে কুতিনহো (বার্সেলোনা)

ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), আন্তোনি (আয়াক্স), রাফিনিয়া (লিডস ইউনাইটেড), গাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), মাথেউস কুইয়া (হের্টা বার্লিন), রবের্তো ফিরমিনো (লিভারপুল)।  

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।