ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ফরিদপুরে বঙ্গবন্ধু ফুটবল লিগ শুরু ২২ নভেম্বর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
ফরিদপুরে বঙ্গবন্ধু ফুটবল লিগ শুরু ২২ নভেম্বর

ফরিদপুর: চলতি মাসের ২২ তারিখ থেকে ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লিগ শুরু হবে। সবগুলে ম্যাচ অনুষ্ঠিত হবে শেখ জামাল স্টেডিয়ামে।

একমাস ব্যাপী এই প্রতিযোগিতা শেষ হবে ২২ ডিসেম্বর।

টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। স্থানীয় আটটি দলকে দুই গ্রুপে বিভক্ত করে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ। ফলে পয়েন্ট তালিকার শীর্ষ দলটি হবে এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন।  

ইতোমধ্যে ৮টি দলকে দুই গ্রুপে বিভক্ত করে খেলার সূচি ঘোষণা করা হয়েছে । 'ক' গ্রুপের দলগুলি হচ্ছে আবাহনী ক্রীড়াচক্র, মোহামেডান স্পোর্টিং ক্লাব, সবুজ সেনা ক্লাব ও সফিউদ্দিন স্মৃতি। অন্যদিকে 'খ' গ্রুপের দলগুলি হচ্ছে লক্ষ্মীপুর যুব সংঘ , ব্রাদার্স ইউনিয়ন , শেখ জামাল ক্রীড়াচক্র ও ফরিদপুর মুসলিম মিশন।

প্রতিযোগিতার প্রথম ম্যাচে আবাহনী ক্রীড়াচক্রের মুখোমুখি হবে ফরিদপুর মুসলিম মিশন।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।