ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফুটবল

হতাশার হারে শেষ আট থেকে বিদায় শেখ রাসেলের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
হতাশার হারে শেষ আট থেকে বিদায় শেখ রাসেলের ছবি: শোয়েব মিথুন

অনেক সুযোগ নষ্ট করার মাশুল দিয়ে স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল গত আসরের রানার্সআপ শেখ রাসেল ক্রীড়া চক্র।  

আসরের শেষ আটের ম্যাচে রোববার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শেখ রাসেলকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ পুলিশ এফসি।

খেলার চতুর্থ মিনিটেই গোল তুলে নেয় ‘ডি’গ্রুপের রানার্সআপ হয়ে কোয়ার্টারে আসা পুলিশ। জার্মান ফরোয়ার্ড আদিল কুসকুসের ক্রসে ছয় গজ বক্সের ভেতর থেকে আফগানিস্তানের আমিরুদ্দিন শারিফির হেডে আশরাফুল ইসলাম রানা পরাস্ত হলে বল জালে জড়িয়ে যায়।

গোল হজমের পর বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে শেখ রাসেল। ৩৪তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এইলতনের ব্যাক হেড ক্রসবারের উপর দিয়ে যায়। প্রথমার্ধের শেষ দিকে সতীর্থের লং পাস ধরে বক্সে ক্রস বাড়িয়েছিলেন মোহাম্মদ খালেকুরজ্জামান; কিন্তু পোস্টের সামনে থেকেও লক্ষ্যভেদ করতে পারেননি মান্নাফ রাব্বী।

দ্বিতীয়ার্ধেও একাধিক সহজ সুযোগ নষ্ট হয় শেখ রাসেলের। ৫২তম মিনিটে হেমন্তের মুখে জয়ন্তের পা লাগায় পেনাল্টি পায় শেখ রাসেল। কিন্তু এইলতনের স্পট কিক ঝাঁপিয়ে ফেরান মোহাম্মদ নেহাল। শেষ দিকে সতীর্থের ক্রসে শরিফির হেড কাছের পোস্ট দিয়ে বেরিয়ে গেলে জয়ের আনন্দে মাঠ ছাড়ে পুলিশ।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।