ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফুটবল

বড় জয়ে সেমিফাইনালে বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
বড় জয়ে সেমিফাইনালে বসুন্ধরা কিংস ছবি: শোয়েব মিথুন

স্বাধীনতা কাপের সেমিফাইনালে উঠে গেল বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। রোববার (১২ ডিসেম্বর) কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৪-০ গোলে হারিয়ে দিয়েছে অস্কার ব্রুজোনের শিষ্যরা।

দিনের প্রথম ম্যাচে স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে গত আসরের রানার্সআপ শেখ রাসেল ক্রীড়া চক্র। আসরের শেষ আটের ম্যাচে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে শেখ রাসেলকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ পুলিশ এফসি।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।