ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফুটবল

বিকেলে চ্যাম্পিয়ন্স লিগের ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
বিকেলে চ্যাম্পিয়ন্স লিগের ড্র

ইউরোপের সবচেয়ে প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হবে আজ সোমবার। বাংলাদেশ সময় বিকেল ৫টায় সুইজারল্যান্ডের নিয়ন শহরে ঘোষণা করা হবে কারা হচ্ছে কাদের প্রতিপক্ষ।

গ্রুপপর্বে দাপট দেখিয়ে শেষ ষোলোতে উঠেছে লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, আয়াক্স ও বায়ার্ন মিউনিখ। গ্রুপের শীর্ষে থেকে এই ক্লাবগুলো কোয়ালিফাই করেছে পরবর্তী পর্বে। অপরদিকে দ্বিতীয় অবস্থানে থেকে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে মেসি-নেইমারের পিএসজি, ভিনি-বেনজেমার রিয়াল মাদ্রিদ। অপরদিকে ১৭ বছর পর এ পর্বে জায়গা করে নিতে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী বার্সেলোনা।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের ড্রয়ের ক্ষেত্রে মানা হয় দুটি নিয়ম। এর মধ্যে প্রথম নিয়মটি হচ্ছে- গ্রুপ পর্বে যারা রানার্সআপ হবে তারা দ্বিতীয় রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে। তবে প্রথম রাউন্ডে একই গ্রুপে থাকা দলটির সঙ্গে খেলা পড়বে না। অপর নিয়ম হচ্ছে- একই লিগের দুটি দল দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবে না।  

হিসেব মিলাতে গেলে এবারের আসরে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোই একে একের প্রতিদ্বন্দ্বীতা করবে। আজ ড্র শেষে জানা যাবে কে হচ্ছেন কার প্রতিদ্বন্দ্বী।

একনজরে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে আসা ক্লাব:

  • ম্যানচেস্টার সিটি
  • বায়ার্ন মিউনিখ
  • রিয়াল মাদ্রিদ
  • লিলে
  • লিভারপুল
  • ম্যানচেস্টার ইউনাইটেড
  • জুভেন্টাস
  • আয়াক্স

রানার্সআপ হয়ে শেষ ষোলোতে আসা ক্লাব:

  • পিএসজি
  • অ্যাতলেটিকো মাদ্রিদ
  • স্পোর্টিং সিপি
  • ইন্টার মিলান
  • বেনফিকা
  • ভিলারিয়াল
  • সালজবার্গ
  • চেলসি

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।