আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি নিজ বাড়িতেই মারধর ও ডাকাতির শিকার হয়েছেন। সোমবার (১৩ ডিসেম্বর) তার পর্তুগালে অবস্থিত নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
পর্তুগিজ ক্লাব বেনফিকার হয়ে খেলেন ওতামেন্দি। রোববার রাতে ফামালিকাওয়ের বিপক্ষে ম্যাচ শেষ করে বাড়িতে গিয়েই এ ঘটনার শিকার হন আর্জেন্টাইন এ ডিফেন্ডার। পর্তুগালের রাজধানী লিসবনের দক্ষিণ পাশে অবস্থিত নিজের বাড়িতে এই ঘটনার শিকার হন ৩৩ বয়সী এ ডিফেন্ডার।
পর্তুগিজ সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বাড়িতে প্রবেশ করার আগে ওতামেন্দির মুখে চারজন দুর্বৃত্ত মারধর করেন এবং গলায় বেল্ট বেঁধে দেন। পরে তারা জোর করে ঘরের দরজা খোলেন। এতে তার স্ত্রী-সন্তানরা ভয় পেয়ে যান। এরপর তার কাছ থেকে নগদ অর্থ ও কয়েকটি ঘড়ি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবরটি নিশ্চিত করেছে বেনফিকাও।
এই ঘটনার পর ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পর্তুগিজ জুডিশিয়ারি পুলিশ। অপরাধীদের দ্রুত ধরা হবে আশাবাদ ব্যক্ত করেন তারা।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
আরইউ