ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ফ্রান্সে নারী খেলোয়াড়দের স্কার্ফ পরায় নিষেধাজ্ঞা আসছে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
ফ্রান্সে নারী খেলোয়াড়দের স্কার্ফ পরায় নিষেধাজ্ঞা আসছে ছবি: সংগৃহীত

ফ্রান্সের মন্ত্রিসভার সদস্যরা নতুন এক আইন পাস করার পক্ষে ভোট দিয়েছেন। এ আইনে দেশটির মুসলিম নারী খেলোয়াড়দের মাথায় স্কার্ফ পরে খেলায় অংশ নেওয়া নিষিদ্ধ করা হচ্ছে।

 

'আরব নিউজ'-এর প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আইন অনুযায়ী খেলার মাঠে ধর্মীয় পরিচয় বহন করা নিষিদ্ধ হতে যাচ্ছে। যেহেতু স্কার্ফ পরলে একটি সাম্প্রদায়িক পরিচয় প্রকাশ পায়, তাই নিষিদ্ধের পক্ষে ভোট দিয়েছেন সেখানকার মন্ত্রিপরিষদ সদস্যরা।

ফ্রান্সের মন্ত্রিসভায় বিলটি উত্থাপন করে কট্টর ডানপন্থি দল লেস রিপাবলিকান। আর এতে সমর্থন দেন ক্ষমতাসীন দলের সদস্যরা। মন্ত্রিসভায় ১৬০-১৪৩ ভোটে বিলটি পাস হয়।  

এর আগে ফ্রান্স সরকার ২০০৪ সালে সব সরকারি স্কুলে হিজাব এবং অন্য ধর্মীয় পরিচয় বহন নিষিদ্ধ করেছিল। তখন বহু মুসলিম মেয়ের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।