ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

আত্মঘাতী গোলে বায়ার্নের রোমাঞ্চকর জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২২
আত্মঘাতী গোলে বায়ার্নের রোমাঞ্চকর জয়

রোমাঞ্চকর লড়াইয়ে আত্মঘাতী গোলে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগায় লেইপজিগকে ৩-২ গোলে হারায় বায়ার্ন মিউনিখ।

 

বায়ার্নের হয়ে গোল করেন টমাস মুলার ও রবার্ট লেভান্ডভস্কি, বাকি একটি গোল আত্মঘাতী থেকে। লেইপজিগের হয়ে গোল দুটি করেছেন আন্দ্রে সিলভা ও এনকুনকো। এ ম্যাচেও গোল করে টানা ৬৮ ম্যাচেই গোল করল বায়ার্ন মিউনিখ।

সবশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে এই লেইপজিগের বিপক্ষে গোল শূন্য ড্র করেছিল বাভারিয়ানরা।

শনিবার রাতে পুরো ম্যাচে ৫৯ শতাংশ বল দখলে ছিল বায়ার্ন মিউনিখের। ম্যাচের ১২ মিনিটেই টমাস মুলারের গোলে এগিয়ে যায় বায়ার্ন। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে পোস্ট শট নেন রবার্ট লেভান্ডভস্কি, কিন্তু গোকরক্ষক গুলাসি তা ফিরিয়ে দিলে ফিরতি বলে সহজেই জালে জড়ান মুলার।

২৭ মিনিটে পর্তুগিজ আন্দ্রে সিলভার গোলে ম্যাচে সমতা টানে লেইপজিগ। বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়ারের মাথার ওপর দিয়ে কর্নাড লেইমারের নেওয়া চিপ শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতে বল জালে জড়ান সিলভা। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগেই আবারো এগিয়ে যায় জার্মান চ্যাম্পিয়নরা। ৪৪ মিনিটে গোল করেন গোলমেশিন রবার্ট লেভান্ডভস্কি। বাম দিকে থেকে কোমানের ক্রসে বক্সের ভেতরে থেকে হেডে বল জালে জড়ান এই পোলিশ ফরোয়ার্ড।

৫৩ মিনিটে বায়ার্নকে অস্বস্তিতে ফেলে আবারো সমতায় ফেরে লেইপজিগ। কর্নাড লেইমারের বাড়ানো পাস থেকে বল জালে জড়ান মিডফিল্ডার ক্রিস্তোফার এনকুনকু। তবে ৫৮ মিনিটে নিজেদের জালেই বল জড়িয়ে বায়ার্ন মিউনিখকে গোল উপহার দেন লেইপজিগের ডিফেন্ডার জোকো ভার্দিওল। এই গোলের জয় নিশ্চিত হয় বাভারিয়ানদের।

এই জয়ে ২১ ম্যাচে ১৭ জয়, এক ড্র ও তিন হারে ৫২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে বায়ার্ন মিউনিখ। এদিকে ২১ ম্যাচে নয় জয়, চার ড্র ও আট হারে ৩১ পয়েন্ট নিয়ে তালিকার সাত নম্বরে লেইপজিগ।

বাংলাদেশ সময়: ০৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।