ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

দারুণ জয়ে শেখ জামালের দুইয়ে দুই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২২
দারুণ জয়ে শেখ জামালের দুইয়ে দুই ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে উড়ছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। নিজেদের প্রথম দুই ম্যাচের দুটিতেই জয়ের দেখা পেল ক্লাবটি।

মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) নিজেদের দ্বিতীয় ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৩-০ ব্যবধানে হারায় শেখ জামাল।

টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে প্রথম গোলটি করেন শেখ জামালের অধিনায়ক সলোমন কিং। ২০ মিনিটেই শেখ জামালকে এগিয়ে দেন তিনি। ৩৭ মিনিটে ব্যবধান বাড়ান চিনেডু।

দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ান দ্বিতীয় গোল করা চিনেডু। জামালের জয়টাও তাতে পোক্ত হয়ে যায়। উত্তর বারিধারাকে ২-১ গোলে হারিয়ে লিগ শুরু করেছিল তারা। সে ম্যাচেও প্রথমার্ধে ২-০ তে এগিয়ে গিয়েছিল গতবারের রানার্স আপরা। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে ভালো অবস্থানে রয়েছে শেখ জামাল।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।