ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

দুই ম্যাচ নিষিদ্ধ দানি আলভেস

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
দুই ম্যাচ নিষিদ্ধ দানি আলভেস

লা লিগায় বার্সেলোনার পরবর্তী দুই ম্যাচে নিষেধাজ্ঞা পেয়েছেন দানি আলভেস। বার্সার শেষ ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে লাল কার্ড দেখায় এই শাস্তি পেলেন ব্রাজিলিয়ান রাইটব্যাক।

বার্সা আগামী রোববার এসপানিওলের বিপক্ষে কাতালান ডার্বিতে খেলবে। এরপর ভ্যালেন্সিয়ার বিপক্ষে তাদের ম্যাচ রয়েছে।

এর আগে অ্যাতলেটিকোর বিপক্ষে জমজমাট লড়াইয়ে প্রতিপক্ষের ইয়ান্নিক কারাসকোকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন আলভেস। ম্যাচে অবশ্য তিনি একটি গোলের পাশাপাশি অপর একটি গোলে সহায়তাও করেছিলেন। বার্সা ম্যাচ জেতে ৪-২ গোলে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।