ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সাসুওলোকে হারিয়ে সেমিফাইনালে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
সাসুওলোকে হারিয়ে সেমিফাইনালে জুভেন্টাস

কোপা ইতালিয়ায় সাসুওলোর উপহার দেওয়া গোলেই সেমিফাইনাল নিশ্চিত করলো জুভেন্টাস। বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে ২-১ ব্যবধানে জয়লাভ করে তুরিনের ওল্ড লেডিরা।

স্বাগতিকরা পাউলো দিবালার গোলে এগিয়ে গেলেও হামেদ ত্রাওরের গোলে সমতা টানে সাসুওলো। তবে শেষ মুহুর্তে নিজেদের জালেই বল জড়িয়ে কপাল পুড়ে দলটি।

পুরো ম্যাচে ৪৫ শতাংশ বল দখলের পাশাপাশি ২০টি শট নেয় জুভেন্টাস। যার লক্ষ্যে ছিল ১০টি। অন্যদিকে বল দখলে এগিয়ে থেকে সাসুলো শট নেয় ১৬টি। ম্যাচের শুরুতেই গোল করে সুবিধাজনক অবস্থানে থাকে জুভেন্টাস। ৩ মিনিটে তুরিনের ওল্ড লেডিদের এগিয়ে নেন আর্জেন্টাইন তারকা পাউলো দিবালা। মেকেননির শট প্রতিপক্ষের ডিফেন্ডার আইহানের গায়ে লেগে ফিরে এলে ফিরতে বলে দারুন এক ভলিতে লক্ষ্যভেদ করেন দিবালা।

ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি সাসুওলো। ২৪ মিনিটে সফরকারীদের সমতায় ফেরান আইভরি কোস্টের ফরোয়ার্ড হামেস ত্রাওরে। বাঁ দিক দিয়ে দারুন রানের পর স্কামাক্কার সঙ্গে বল দেয়া নেয়া করে জুভেন্টাসের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বক্সে ঢুকে দুরের পোস্টে উচু দিকে লক্ষ্যভেদ করেন ত্রাওরে। প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হয়।

নাটকীয়তা ঘটেছে ম্যাচের শেষ মুহুর্তে। ৮৮ মিনিটে নিজেদের জালেই বল জড়ান সাসুওলোর ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক রুয়ান তেত্তো। পাউলোর দিবালার নেওয়া শট রুয়ানের গায়ে লেগে দিক বদলে বল জালে জড়ায়। আর এতেই সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে যায় সাসুওলোর।  

আগামী ২রা মার্চ সেমিফাইনালের প্রথম লেগে জুভেন্টাসের প্রতিপক্ষ ফিওরেন্তিনা।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।