ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

রবিনহোর গোলে বসুন্ধরা কিংসের জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
রবিনহোর গোলে বসুন্ধরা কিংসের জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদের তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে বসুন্ধরা কিংস। রবিনহোর একমাত্র গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ১-০ হারিয়েছে অস্কার ব্রুসোনের শিষ্যরা।

শনিবার (১২ ফেব্রুয়ারি) শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকে। তবে বিরতির পর ৫৮তম মিনিটে রবিনহো গোল করে কিংসদের এগিয়ে দেন। খেলার বাকি সময় আর কোনো গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে বসুন্ধরার দলটি।

এ জয়ের পর পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে জায়গা করে নিল বসুন্ধরা কিংস। ৩ ম্যাচে ২ জয় ও এক হারে ৬ পয়েন্ট দলটির। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে শেখ জামাল। আর ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে সাইফ স্পোর্টিং ক্লাব।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।