ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

রোনালদোর ম্যানইউর হতাশার ড্র

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
রোনালদোর ম্যানইউর হতাশার ড্র

টানা দ্বিতীয় ম্যাচে হতাশার ড্র নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো লিগে টানা ৬ ম্যাচে গোল পাননি।

সাউদাম্পটনের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও ১-১ ড্র করেছে রাল্ফ রাংনিকের শিষ্যরা।

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে হতাশার এই ম্যাচ শেষে মাঠ ছাড়ে ম্যানইউ।

ম্যাচে ২১তম মিনিটে জাডোন সাঞ্চোর গোলে এগিয়ে যায় রেড ডেভিলসরা। তবে বিরতির ঠিক পরেই সফরকারীদের হয়ে ছে অ্যাডামস সমতায় ফেরান।

২৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে ম্যানইউ। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।