ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

আজ থেকে শুরু হচ্ছে বসুন্ধরা চ্যাম্পিয়নশিপ লিগ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
আজ থেকে শুরু হচ্ছে বসুন্ধরা চ্যাম্পিয়নশিপ লিগ

আজ থেকে শুরু হচ্ছে বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ। এবারে নতুন নামকরণে আসর চলবে।

পেশাদার লিগের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নস লিগ শুরু হবে। বসুন্ধরা গ্রুপ আসরের পৃষ্ঠপোষকতা করছে।  

১২টি ক্লাব অংশ নেবে। নতুন দল হিসেবে খেলবে বাফুফে এলিট একাডেমি, গোপালগঞ্জ ও ফটিস ফুটবল একাডেমি। ঘরোয়া লিগে বাফুফের কোনো দলের অংশ নেওয়াটা বিস্ময়ের। তবে সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী বলেছেন, আমরা খেলোয়াড়দের পারফরম্যান্স যাচাইয়ে এলিট একাডেমি নামে দল গড়েছি। তবে চ্যাম্পিয়ন হলে এই দল পেশাদার লিগে খেলার প্রমোশন পাবে না।

ঘরোয়া ফুটবলে ব্যস্ত সময় যাচ্ছে। পেশাদার লিগের পর্দা উঠেছে আগেই। আজ কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে নফেল স্পোটিং ও বাফুফে এলিট একাডেমি। পরের ম্যাচে লড়বে ফটিস ও গোপালগঞ্জ।

সূচি অনুযায়ী ১১ এপ্রিল প্রথমপর্ব শেষ হওয়ার কথা। পেশাদার লিগ থেকে নেমে যাওয়ায় ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়নের চ্যাম্পিয়নস লিগে খেলার কথা ছিল। অথচ তারা রহস্যজনকভাবে লিগে নাম এন্ট্রি করেনি। বসুন্ধরা গ্রুপ এবার ফেডারেশন কাপেরও পৃষ্ঠপোষক ছিল।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।