ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

ওসাসুনাকে উড়িয়ে বার্সার বড় জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
ওসাসুনাকে উড়িয়ে বার্সার বড় জয়

ওসাসুনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। লা লিগার এ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তিনে উঠে এলো জাভির শিষ্যরা।

ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে রোববার রাতের ম্যাচে জোড়া গোল করেন ফেরান তরেস, একটি করে পিয়েরে-এমেরিক অবামেয়াং ও রিকি পুস।

খেলার ১৪তম মিনিটে ফেরানের সফল স্পট কিকে এগিয়ে যায় বার্সা। ডি-বক্সে গাভিকে ওসাসুনার ডিফেন্ডার নাচো ভিদাল ফেলে দিলে পেনাল্টিটি দিয়েছিলেন রেফারি।

ছয় মিনিট পর ফেররান ব্যবধান দ্বিগুণ করেন। দেম্বেলের দারুণ থ্রু বল ডি-বক্সে পেয়ে আগুয়ান গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে ঠিকানা খুঁজে নেন।

২৭তম মিনিটে ডান দিক থেকে উসমান দেম্বেলের আরেকটি দারুণ পাসে ছুটে গিয়ে কাছ থেকে স্লাইড করে বল জালে পাঠান অবামেয়াং।

বিরতির পর ৭৫তম মিনিটে স্কোরলাইন ৪-০ করেন দুই মিনিট আগেই বদলি নামা রিকি পুস। দেম্বেলের পাসে বক্সের বাইরে থেকে পুসের প্রথম শট গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। তার ও দুই ডিফেন্ডারের বাধা এড়িয়ে লক্ষ্যভেদ করেন তরুণ স্প্যানিশ মিডফিল্ডার।  

২৭ ম্যাচে ১৪ জয় ও ৯ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৫১। তাদের সমান পয়েন্ট নিয়ে চারে আতলেতিকো মাদ্রিদ, একটি ম্যাচ বেশি খেলেছে শিরোপাধারীরা। ২৮ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সেভিয়া। এক ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।