ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

শেখ রাসেল কোচ টিটু বরখাস্ত

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
শেখ রাসেল কোচ টিটু বরখাস্ত

শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রধান কোচের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে সাইফুল বারী টিটুকে। একই সাথে দলের ম্যানেজার খন্দকার ওয়াসিম ইকবালকেও তার পদ থেকে অপসারণ করা হয়েছে।

চলতি মৌসুমে টানা ব্যর্থতার কারণেই তারা বরখাস্ত হলেন।

শেখ রাসেলের পরিচালক (ক্রীড়া) সালেহ জামান সেলিম বিষয়টি নিশ্চিত করেছে। চলতি লিগে আট ম্যাচে মাত্র একটি জয় শেখ রাসেলের।

শেষ পাঁচ ম্যাচ হেরে নেমে গেছে রেলিগেশন জোনে। এর আগে স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল দলটি।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।