ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

হোঁচট খেয়ে শিরোপা লড়াই জমিয়ে তুললো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
হোঁচট খেয়ে শিরোপা লড়াই জমিয়ে তুললো ম্যানসিটি

মৌসুমের শুরু থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে দাপট দেখাচ্ছিল ম্যানচেস্টার সিটি। তবে মাঝ পথে এসে খেই হারিয়ে ফেলছে পেপ গার্দিওলার শিষ্যরা।

আর সেই সুযোগে লিগের আরেক জায়ান্ট লিভারপুল বেশ এগিয়ে এসেছে। আর ম্যানসিটি নিজেদের সর্বশেষ ম্যাচে ড্র করে শিরোপা লড়াই জমিয়ে তুললো।

ক্রিস্টাল প্যালেসের মাঠে গোলশূন্য ড্র করেছে সিটিজেনরা। ফলে এবার দলটি আরেকটি সুযোগ দিল সালাহ-মানেদের।

এই ড্রয়ের ফলে ২৯ ম্যাচে ম্যানসিটির পয়েন্ট দাঁড়িয়েছে ৭০। এক ম্যাচ কম খেলা লিভারপুলের সংগ্রহ ৬৬ পয়েন্ট। আগামী ম্যাচে লিভারপুল জিতলেই ব্যবধান কমে আসবে ১-এ।

সামনের ম্যাচটি জেতা লিভারপুলের জন্য সহজ হওয়ার কথা নয়। কেননা লিভারপুলকে খেলতে হবে আর্সেনালের বিপক্ষে, আর্সেনালের মাঠে। এরপর ১০ এপ্রিল ম্যানসিটি ও লিভারপুলের মধ্যকার ম্যাচ রয়েছে। সেই ম্যাচেই লিগ শিরোপা অনেকটা নিশ্চিত হয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।