ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

চ্যাম্পিয়নস লিগের শেষ আটে কারা জায়গা পেল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
চ্যাম্পিয়নস লিগের শেষ আটে কারা জায়গা পেল

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২১-২২ এর শেষ ষোলো পর্ব শেষ হয়েছে। নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে এখান থেকে সেরা আট দল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।

বুধবার রাতে সবশেষ দুই দল হিসেবে শেষ আট নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি ও ভিয়ারিয়াল। আর বিদায় নেয় লিল ও দুইবারের চ্যাম্পিয়ন জুভেস্টাস।

এর আগে শেষ আটের টিকেট নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, বায়ার্ন মিউনিখ, আতলেতিকো মাদ্রিদ ও বেনফিকা।

আগামী শুক্রবার কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ড্র হবে।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।