ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

সিটি থেকে এক পয়েন্ট দূরে লিভারপুল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
সিটি থেকে এক পয়েন্ট দূরে লিভারপুল

জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। নিজেদের সর্বশেষ ম্যাচে আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে এক পয়েন্টের ব্যবধানে উঠে এলো ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

বুধবার রাতে এমিরেটস স্টেডিয়ামে দিয়োগো জটা দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান রবের্তো ফিরমিনো।

ম্যাচের দ্বিতীয়ার্ধের নবম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। থিয়াগো আলকান্তারার দারুণ পাস ডি-বক্সের বাইরে ধরে ভেতরে ঢুকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ ফরোয়ার্ড জটা। ৬২তম মিনিটে নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনো।

লিগে এই নিয়ে টানা ৯ ম্যাচ জেতা লিভারপুলের ২৯ ম্যাচে ২১ জয় ও ৬ ড্রয়ে পয়েন্ট হলো ৬৯। ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলা চেলসি ৫৯ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে।

আর্সেনাল ২৭ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে ২৯ ম্যাচ খেলা ম্যানচেস্টার ইউনাইটেড।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।