ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

নেইমারের বেতন মেসি-রোনালদোর চেয়েও বেশি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
নেইমারের বেতন মেসি-রোনালদোর চেয়েও বেশি! নেইমার, মেসি ও রোনালদো/সংগৃহীত ছবি

মাঠে ও মাঠের বাইরে মোটেই শান্তিতে নেই নেইমার জুনিয়র। বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে পিএসজিতে পাড়ি জমানোর পর থেকে ইনজুরি আর বিতর্ক যেন তার পিছুই ছাড়ছে না।

চ্যাম্পিয়নস লিগে আরও একবার ব্যর্থতার পর সমর্থকদের কাছ থেকে দুয়োও হজম করেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এত সমস্যা সত্ত্বেও ফুটবলারদের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি বেতন পান নেইমারই। এমনকি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো সুপারস্টার ফুটবলাররাও বেতনের দিক থেকে তার চেয়ে ঢের পিছিয়ে। ফরাসি সংবাদমাধ্যম লেকিপে এমনটাই জানিয়েছে। প্রতি বছরের মতো এবারও তারা বিশ্বের সবচেয়ে বেশি বেতনভোগী ফুটবলারের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকার শীর্ষে আছেন নেইমার।  

সবচেয়ে বেশি বেতনভোগী ১০ ফুটবলার (মার্কিন ডলারে): 

১০. সের্হিও বুসকেতস (বার্সেলোনা)- বছরে ২৫.২ মিলিয়ন।
৯. দাভিদ দে হেয়া (ম্যানচেস্টার ইউনাইটেড)- বছরে ২৫.৩ মিলিয়ন।
৮. কেভিন ডে ব্রুইনা (ম্যানচেস্টার সিটি)- বছরে ২৬.৯ মিলিয়ন।
৭. কিলিয়ান এমবাপ্পে (পিএসজি)- বছরে ২৯.৩ মিলিয়ন।
৬. ইডেন হ্যাজার্ড (রিয়াল মাদ্রিদ)- ২৯.৯ মিলিয়ন।
৫. গ্যারেথ বেল (রিয়াল মাদ্রিদ)- ২৯.৯ মিলিয়ন।
৪. জেরার্ড পিকে (বার্সেলোনা)- ৩০.৭ মিলিয়ন।
৩. ক্রিস্টিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড)- ৩৪.৮ মিলিয়ন।
২. লিওনেল মেসি (পিএসজি)- ৪৪.৫ মিলিয়ন।
১. নেইমার (পিএসজি)- ৫৩.৮ মিলিয়ন।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।