ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

গেতাফেকে হারিয়ে ব্যবধান আরও বাড়ালো রিয়াল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
গেতাফেকে হারিয়ে ব্যবধান আরও বাড়ালো রিয়াল

লা লিগায় গেতাফেকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দলের হয়ে জয়সূচক গোল দুটি করেছেন কাসেমিরো ও লুকাস ভাসকেস।

এ জয়ে নিজেদের শীর্ষস্থান  আরও মজবুত করল কার্লো আনচেলত্তির শিষ্যরা।

শনিবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গেতাফের বিপক্ষে প্রথমার্ধে প্রতিপক্ষকে আক্রমণে কোণঠাসা করার পর দ্বিতীয়ার্ধেও দাপট দেখিয়েছে রিয়াল।

ম্যাচের ৩৮তম মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল। কাসেমিরোর গোলে এগিয়ে যায় গ্যালাকটিকোরা। ভিনিসিয়ুসের তুলে দেওয়া বলে দুরের পোস্টে ডাইভিং হেডে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার।

৬৮ মিনিটে লুকাস ভাসকেসের গোলের ব্যবধান বাড়ায় রিয়াল মাদ্রিদ। ডান দিকে রদ্রিগোকে বল বাড়িয়ে বক্সে ঢুকে পড়েন ভাস্কুয়েজ। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সেই ভাসকেসের পায়ে বল ঠেলে দিলে নিয়ন্ত্রণে নিয়ে বাম পায়ের শটে দূরের পোস্টে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ এই ফুটবলার। বাকি সময়ে আর ঘুরে দাড়াতে পারেনি গেতাফে। রিয়ালও পারেনি ব্যবধান বাড়াতে।

৩১ ম্যাচে ২২ জয় ছয় ড্র এবং চার হারে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থান আরও মজবুত করল রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ১৪তম অবস্থানে গেতাফে।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।