ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

ফাইনাল দেখতে এসে সমর্থকদের মারামারি, গ্রেফতার ৫

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, মে ১৮, ২০২২
ফাইনাল দেখতে এসে সমর্থকদের মারামারি, গ্রেফতার ৫

আজ বুধবার (১৮ মে) বাংলাদেশ সময় রাত ১টায় উয়েফা ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি হবে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ও রেঞ্জার্স। ম্যাচটি মাঠে গড়ানোর আগেই মারামারিতে জড়িয়ে পড়েছে দুই দলের সমর্থকরা।

এই ঘটনায় ফ্রাঙ্কফুর্টের পাঁচ সমর্থককে গ্রেফতার করেছে সেভিয়া পুলিশ।

ইউরোপা লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে স্পেনের সেভিয়াতে। প্রিয় দলের খেলা উপভোগ করতে তাই দুই দলের দেড় লাখ সমর্থক জমা হয়েছে এই শহরটিতে। সেভিয়া অঞ্চলের পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ মে) রাতে রেঞ্জার্স সমর্থকদের আক্রমণ করে বসে জার্মান ক্লাবটির ২০০ জন সমর্থক। তাদের থামাতে পুলিশ ইন্টারভেশন ইউনিট দ্রুত ব্যবস্থা নেয়।

এই ঘটনায় আহত হয়েছে পুলিশও। তাদের উদ্দেশ্য করে বোতল, ফ্লেয়ার্স এবং টেবিল ছুঁড়ে মারে জার্মান দলটির সমর্থকরা। স্টেডিয়ামের তিনটি জায়গায় কর্তৃপক্ষ তিন হাজার ১০০ পুলিশ অফিসার মোতায়েন করেছে। প্রায় দুই হাজার বেসামরিক ও স্থানীয় পুলিশও শহরে মোতায়েন করা হবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, মে ১৮, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।