ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

পুলিশের জালে শেখ রাসেলের গোল উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জুলাই ২১, ২০২২
পুলিশের জালে শেখ রাসেলের গোল উৎসব ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে পুলিশ এফসির বিপক্ষে রীতিমতো গোল উৎসব করলো শেখ রাসেল ক্রীড়া চক্র। পুলিশ এফসি অবশ্য একটি গোল শোধ করেছে।

কিন্তু তাতে বড় হার এড়াতে পারেনি তারা।

আজ বৃহস্পতিবার ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় ৪-১ গোলে জয় পেয়েছে শেখ রাসেল।  

শুরু থেকে পুলিশের রক্ষণে আক্রমণ শানাতে থাকে শেখ রাসেল। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে তাদের অপেক্ষায় থাকতে হয়েছে। অষ্টম মিনিটে সেরা সুযোগ নষ্ট করে পুলিশের সাহেদুল আলম। আমিরুদ্দিন শারিফির বাড়ানো বল ছয় গজ বক্সের সামনে থেকে ঠিকঠাক শট নিতে পারেননি তিনি।

৩৫তম মিনিটে গোলের সুযোগ তৈরি করে রাসেল কিন্তু লক্ষ্যভেদ করতে পারেনি ইসমাইল আকিনাদে। রিচার্ড গাদজের বাড়ানো বল বক্সে ঢুকে কোনাকুনি থেকে আকিনাদের শট বাইরের জাল কাঁপায়। ৩৯তম মিনিটে দারুণ সেভে রাসেলকে রক্ষা করেন আশরাফুল রানা। প্রতি আক্রমণে বাঁ প্রান্ত দিয়ে ঢুকে বক্সের সামনে থেকে আমিরুদ্দিন শারিফির শট ঝাঁপিয়ে আটকে দেন রানা।

৪৫তম মিনিটে পুলিশের রক্ষণ ভেঙে ম্যাচে এগিয়ে যায় শেখ রাসেল। মাঝমাঠ থেকে চার্লস দিদিয়েরের হাওয়ায় ভাসানো লম্বা পাস বক্সের ভেতর থেকে ইসমাইল আকিনাদের হেড গোলকিপার নেহাল কোনমতে আটকালেও দ্রুতই বলের কাছে গিয়ে হালকা টোকায় লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ান এই ফরোয়ার্ড। বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করে শেখ রাসেল। যোগ করা দ্বিতীয় মিনিটে বক্সের কোনাকুনি থেকে ডান পায়ের বাঁকানো শটে জাল খুঁজে নেন রিচার্ড গাদজে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণে মনোযোগী হয় পুলিশ। গোলও পেয়ে যায় তারা। ৫১তম মিনিটে রক্ষণের ভুলে পুলিশকে গোল উপহার দেয় শেখ রাসেল। বক্সের সামনে বল পেয়ে যান আমিরুদ্দিন শরিফি, দেখেশুনে ঠাণ্ডা মাথায় খানিকটা জায়গা পরিবর্তন করে গতির শটে জাল খুঁজে নেন আফগানিস্তানের এই ফরোয়ার্ড।  

৫৬তম মিনিটে ব্যবধান ৩-১ করে ফেলে শেখ রাসেল। জোড়া গোল পূরণ করেন ইসমাইল আকিনাদে। ডান প্রান্ত থেকে রিচার্ড গাদজের পাস বক্সের ভেতর থেকে আকিনাদের শট প্রথম দফায় নেহাল আটকে দিলেও ফিরতি বলে তার গায়ে গেলে বল জালে জড়ায়। ৭০তম মিনিটে শেখ রাসেলকে চতুর্থ গোল এনে দেন চার্লস দিদিয়ের। প্রায় ২৫ গজ দূর থেকে ফ্রি কিকে লক্ষ্যভেদ করেন আইভরি কোস্টের এই মিডফিল্ডার। বাকি সময়ে ম্যাচে ফেরার চেষ্টা চালায় পুলিশ; কিন্তু পারেনি ব্যবধান কমাতে। এতে দারুণ জয় পায় শেখ রাসেল ক্রীড়া চক্র।

বিপিএল ফুটবলের দ্বিতীয় পর্বে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে শেখ রাসেল জিতেছে ৪টিতে, ড্র তিনটি ও হার দুটিতে। ২০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে অষ্টম অবস্থানেই আছে সাবেক চ্যাম্পিয়নরা। অন্যদিকে সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে পুলিশ আছে ষষ্ঠ স্থানে।

আগেই এবারের লিগ শিরোপা নিশ্চিত করে ফেলেছে বসুন্ধরা কিংস। ২০ ম্যাচেই ৫১ পয়েন্ট অর্জন করে টানা তৃতীয়বারের মতো শিরোপা উৎসব করেছে অস্কার ব্রুজোনের দল। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট অর্জন করা আবাহনী লিমিটেড আছে দ্বিতীয় স্থানে।  

বাংলাদেশ সসময়: ১৯১৯ ঘণ্টা, জুলাই ২১, ২০২২
এমএইচএম/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।