ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

ভারতের বিপক্ষে গোল করে ইচ্ছেপূরণ হয়েছে পিয়াসের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
ভারতের বিপক্ষে গোল করে ইচ্ছেপূরণ হয়েছে পিয়াসের

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে ফাইনালের অনেক কাছে অবস্থান করছে বাংলাদেশ। ম্যাচে জোড়া গোল করেন পিয়াস আহমেদ নোভা।

প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে গোল করতে পেরে নিজের ইচ্ছেপূরণ হয়েছে বলে জানান এই ফরোয়ার্ড।

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়লাভের পর নোভা বলেন, ‘আমার সবসময়ই ইচ্ছা ছিল ভারতের বিপক্ষে গোল করার। সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। পরবর্তী ম্যাচে চেষ্টা করব আরও ভালো করার। ’

ভারতের বিপক্ষে জয়ের তাড়না সবসময় কাজ করে ফুটবলারদের মধ্যে। পিয়াসের মধ্যেও ছিল সেই তাড়না, ‘আমার ভাই সবসময়ই বলেন ভারত অনেক বড় রাষ্ট্র, একটা প্রদেশ আমাদের দেশের সমান। ওদের দেখিয়ে দে যে আমরাও পারি। এই কথা সারারাত আমার মাথায় ঘুরেছে। সেই চ্যালেঞ্জটা নিয়েছিলাম যে আমি দেখাব। ’

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ ব্যবধানের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়নদের। ফাইনাল চূড়ান্ত করার লক্ষ্যে আগামী শুক্রবার (২৯ জুলাই) মালদ্বীপের মুখোমুখি হবে পল স্মলির শিষ্যরা।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।