ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

শিরোপা উদযাপনের অপেক্ষায় বসুন্ধরা কিংস

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
শিরোপা উদযাপনের অপেক্ষায় বসুন্ধরা কিংস

দুই ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা নিশ্চিত করা বসুন্ধরা কিংসের উদযাপনটা শুরু হয়েছিল মুন্সীগঞ্জ থেকে। এরপর আবাহনীবধে আরেক দফা রং লাগে সেই উদযাপনে।

আজ (৩০ জুলাই) শেখ জামালের বিপক্ষে ম্যাচ শেষে ট্রফি হাতে নেওয়ার মাধ্যমে চ্যাম্পিয়নদের হ্যাটট্রিক লিগ শিরোপা উৎসব সম্পূর্ণ হবে কিংস অ্যারেনায়। বিকেল ৪টায় শুরু এ ম্যাচ শেষে টিভিএস প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ট্রফি বিতরণের ঘোষণা দিয়েছে বাফুফে।

পরদিন গোপালগঞ্জে উত্তর বারিধারার বিপক্ষে শেষ ম্যাচ খেলে রানার্স আপ ট্রফি নেবে আবাহনী লিমিটেড। একই দিনে মুন্সীগঞ্জে আরেকটি ম্যাচে সাইফ স্পোর্টিং মুখোমুখি হবে মুক্তিযোদ্ধার। দুটো ম্যাচই অবনমন অঞ্চলের দল মুক্তিযোদ্ধা ও বারিধারার জন্য খুব গুরুত্বপূর্ণ। অবনমন নিশ্চিত হওয়া স্বাধীনতা ক্রীড়া সংঘ মঙ্গলবার প্রিমিয়ারে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়া চক্রের। প্রিমিয়ার লিগের এই শেষ দিনে মোহামেডান স্পোর্টিং খেলবে রহমতগঞ্জের বিপক্ষে।

প্রসঙ্গত, গত ২৫ জুলাই মুখোমুখি হয়েছিল চ্যাম্পিয় বসুন্ধরা কিংস এবং রানার আপ দল ঢাকা আবাহনী। ঐ ম্যাচেই শিরোপা উদযাপন করতে চেয়েছিল কিংস। এ প্রসঙ্গে বাফুফেকে চিঠিও দিয়েছিল তারা। তবে তাতে সাড়া দেয়নি বাফুফে।  

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।