ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

‘গার্ড অব অনার’ পেল বসুন্ধরা কিংস

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
‘গার্ড অব অনার’ পেল বসুন্ধরা কিংস

দুই ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। আজ (৩০ জুলাই) লিগে নিজেদের শেষ ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছিল অস্কার ব্রুজোনের শিষ্যরা।

ম্যাচে চ্যাম্পিয়ন বসুন্ধরাকে ‘গার্ড অব অনার’ দিয়েছে শেখ জামাল।

দেশের বাইরের প্রায় সব লিগেই চ্যাম্পিয়ন দলকে তাদের পরের ম্যাচে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়ে থাকে। তবে বাংলাদেশের লিগে এমন চর্চা নেই বললেই চলে। এবার চ্যাম্পিয়ন বসুন্ধরাকে তাদের এবারের মৌসুমের শেষ ম্যাচে ‘গার্ড অব অনার’ দিয়েছে জামাল।

এবার ২০তম রাউন্ডেই লিগ শিরোপা জয় নিশ্চিত হয় বসুন্ধরা কিংসের। পরের রাউন্ডে ঘরের মাঠ কিংস অ্যারেনায় আবাহনীর বিপক্ষে খেলেছে কিংস। কিন্তু সে ম্যাচে চ্যাম্পিয়নদের ‘গার্ড অব অনার’ দেয়নি আবাহনী। তবে ঠিকই আবাহনীকে লিগের রানার আপ হওয়ার কারণে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়েছিল বসুন্ধরা কিংস।  

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।