ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

ঘরের মাঠে অভিষেকেই হ্যাটট্রিক জেসুসের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
ঘরের মাঠে অভিষেকেই হ্যাটট্রিক জেসুসের

ম্যানচেস্টার সিটি ছেড়ে আর্সেনালে যোগ দিতেই যেন ভিন্ন এক জেসুসের দেখা মিলছে। প্রায় হারিয়ে ফেলতে বসা জাদু যেন ফিরে এসেছে ব্রাজিলিয়ান স্ট্রাইকারের পায়ে।

প্রীতি ম্যাচে তার এক ঝলক দেখাও গেছে। তবে এবার আরও বড় আকারে নিজের পুরনো রূপ ফিরে পাওয়ার ইঙ্গিত দিলেন তিনি।

আজ শনিবার প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক টুর্নামেন্টের প্রথম ম্যাচে এমিরেটস কাপের ম্যাচে সেভিয়ার মুখোমুখি হয়েছিল আর্সেনাল। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে এদিন গানাররা জয় পেয়েছে ৬-০ গোলে। তবে লন্ডনের ক্লাবটির এত বড় জয় ছাপিয়ে সব আলো একাই কেড়ে নিয়েছেন জেসুস, করেছেন দারুণ এক হাটট্রিক। জোড়া গোল করেছেন বুকাইয়ো সাকা।

লা লিগার জায়ান্ট সেভিয়ার বিপক্ষে ১৯ মিনিটের মধ্যেই ০-৪ গোলে এগিয়ে যায় আর্সেনাল। মাঝে জেসুসের হাটট্রিক। আর শেষটা রাঙিয়ে দেন এডি এনকেতিয়াহ। এর আগে নুর্নবার্গের বিপক্ষে নিজের গানারদের হয়ে নিজের অভিষেক প্রীতি ম্যাচে জোড়া গোল করেছিলেন জেসুস।  

অন্যদিকে রাতের আরেক ম্যাচে ওসলোতে ম্যানচেস্টার ইউনাইটেড ১-০ গোলে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদকে।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।