ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

কমলাপুরে ফুটবলপ্রেমীদের ঢল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২২
কমলাপুরে ফুটবলপ্রেমীদের ঢল

দীর্ঘদিন পর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ফিরেছে ফুটবল। আজ বুধবার (৫অক্টোবর) অনুর্ধ্ব-১৭ এএফসি এশিয়ান কাপে বাংলাদেশ ও সিঙ্গাপুর মুখোমুখি হয়েছে নিজেদের প্রথম ম্যাচে।

 

দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ইয়েমেন ও ভুটান। ঐ ম্যাচ থেকেই দর্শক আসতে শুরু করে স্টেডিয়ামে। বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে প্রায় আড়াই হাজার দর্শক ছিল মাঠে।

আজ সন্ধ্যায় ম্যাচের আগে স্টেডিয়ামে দর্শক প্রবেশ করতে দেখা যায়। এই মাঠে চলতি বছরের জুনে ফিফা নারী প্রীতি ম্যাচে বাংলাদেশ ও মালয়েশিয়ার শেষবার দর্শক দেখা গিয়েছিল গ্যালারিতে।  

খেলা শুরুর আগে থেকেই স্টেডিয়ামের আপার গ্যালারিতে টিকিট কেটে দর্শকরা প্রবেশ করেন। শুরুর দিকে সীমিত সংখ্যক দর্শক থাকলেও ভুটান ও ইয়েমেন ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গ্যালারিতে উপস্থিতি বাড়তে শুরু করে।  

ছেলেদের উৎসাহ যোগাতে গ্যালারিতে উপস্থিত ছিলেন বাফুফের অ্যাকাডেমির নারী ফুটবলাররাও।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।