ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

মেসির রেকর্ডের রাতে পিএসজির হোঁচট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৯ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২২
মেসির রেকর্ডের রাতে পিএসজির হোঁচট

শুরুতেই গোল করলেন মেসি, দলকে জেতানোর আশা দেখালেন তিনি। তবে ঘরের মাঠে বেনফিকা হয়ে উঠেছিল ভয়ঙ্কর।

চ্যাম্পিয়ন্স লিগ জয় দিয়ে শুরু করলেও পরবর্তী ম্যাচে পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে হোঁচট খেতে হয়েছে পিএসজিকে।  

প্রতি ম্যাচে রেকর্ড গড়ে যাওয়া মেসি বেনফিকার বিপক্ষেও গড়লেন দারুণ এক রেকর্ড। প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে ৪০তম ক্লাবের বিপক্ষে গোল করার কীর্তি গড়েন আর্জেন্টাইন এই সুপারস্টার।

বুধবার রাতে বেনফিকার সঙ্গে ১-১ গোলের ড্র করে পিএসজি। ক্লাবটির হয়ে একমাত্র গোলটি আসে মেসির পা থেকে। স্বাগতিকরা সমতা পায় দানিলোর আত্মঘাতী গোলে।

ঘরের মাঠে শুরু থেকেই পিএসজিকে চাপে রাখে বেনফিকা। বেশ কয়েকটি আক্রমণ চালিয়েও অবশ্য ফরাসি জায়ান্টদের রক্ষণদেয়াল ভেদ করতে পারছিল না তারা। উল্টো ২২তম মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় পিএসজি। তার বাড়ানো বল এমবাপ্পে পাস দেন নেইমারকে। তিনি খুঁজে নেন আবার মেসিকেই। বল পেয়ে বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন এই সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

গোল হজম করেও আক্রমণে ধার কমায়নি বেনফিকা। তবে পিএসজি গোলরক্ষক দোনারুম্মা ঠেকিয়ে দেন বেশ কয়েকটি শট। কিন্তু আত্মঘাতী গোল ঠেকাতে ব্যর্থ হন তিনি। ৪১তম মিনিটে ফের্নান্দেজের পা থেকে উড়ে আসা বল ভুল করে নিজেদের জালে জড়ান দানিলো পেরেরা। সমতায় ফিরে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই এগিয়ে যেতে পারত পিএসজি। তবে নেইমারের বুলেট গতির শট বারে লেগে ফিরে আসে। এরপর বেশ কয়েকটি আক্রমণ করলেও বেনফিকার রক্ষণভাগের কাছে পরাস্ত হতে হয় ক্লাবটিকে। একই চেষ্টা চালায় বেনফিকাও, তবে সেই রক্ষণভাগে গিয়েই আটকে যেতে হয়েছে তাদেরও।  

একই রাতের আরেক ম্যাচে প্রথম রাউন্ডে পিএসজির কাছে হেরে যাওয়া ম্যাকাবি হাইফাকে ৩-১ ব্যবধানে হারায় জুভেন্টাস। তুরিনের ক্লাবটির হয়ে জোড়া গোল করেন আদ্রিয়ান রাবিওট। বাকি গোলটি আসে দুসান ব্লাহোভিকের পা থেকে।

বাংলাদেশ সময়: ০২৫৯ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।