ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

ঝুলে আছে কাবরেরার ভাগ্য

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
ঝুলে আছে কাবরেরার ভাগ্য

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) জাতীয় দল কমিটির সভা আয়োজিত হয়েছে। আজকের সভায় সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন কোচ হ্যাভিয়ের কাবরেরা।

 

জাতীয় দলের কোচের সঙ্গে বাফুফের চুক্তি শেষ হতে চলেছে। তার সঙ্গে বাফুফে চুক্তি নবায়ন করবে কি না, এ নিয়ে ছিল জল্পনা-কল্পনা। তবে কাবরেরার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন বাফুফে জাতীয় দল কমিটির চেয়ারম্যান এবং বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।

আগামী মাসের সভায় জাতীয় দলের কোচের বিষয়টি সিদ্ধান্ত হবে ইঙ্গিত দিয়ে নাবিল বলেন, ‘যেহেতু ডিসেম্বরে মেয়াদ শেষ, ফলে এক মাস আগে এ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। ’ 

সিদ্ধান্ত নেওয়ার আগে আজকের সভাটি প্রয়োজন ছিল বলে মনে করেন, ‘সিদ্ধান্ত নেওয়ার আগে পর্যালোচনা প্রয়োজন। আমরা কি চেয়েছিলাম, কতটুকু হয়েছে কি হয়নি। তা নিয়ে আলোচনা হয়েছে। ’

জাতীয় দল কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘আজ (মঙ্গলবার) বিগত ম্যাচগুলোর পর্যালোচনা হয়েছে। আগামী বছর কি কি খেলা আছে, সেটা নিয়েও আলোচনা হয়েছে। আগামী মাসে আরেকটি সভা করে বিষয়টি চূড়ান্ত করা হবে। ’

ডিসেম্বরে শেষ হচ্ছে জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরের চুক্তি। ডিসেম্বরের আগে বাংলাদেশ ফুটবল দলের কোনো ম্যাচ নেই। এই সময়টুকু ঘরোয়া ফুটবল দেখেই পার করবেন কাবরেরা।  

কাবরেরার অধীনে বাংলাদেশ মাত্র একটি ম্যাচ জিতেছে। তাই বর্তমান অবস্থানে জাতীয় দল কমিটির মিশ্র প্রতিক্রিয়া তাকে নিয়ে, ‘কিছু ম্যাচ আমরা ভালো করেছি, আবার কিছু খারাপ। যেমন কম্বোডিয়ায় জিতেছি, এটা যেমন ভালো; আবার নেপালে হেরেছি এটা দুঃখজনক। ’ 

মালয়েশিয়ায় এশিয়ান কাপ বাছাইয়ে কিছু পর্যবেক্ষণ উঠে এসেছে আজকের সভায়। কাজী নাবিল বলেন, ‘টুর্নামেন্টের শেষ ম্যাচে আমরা ভালো করতে পারি না, সেভাবে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া ম্যাচের শেষের দিকেও আমাদের কিছুটা ঘাটতি আছে এ নিয়েও কথা হয়েছে। ’ 

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।