ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

মেসির জন্য যুদ্ধে যাবেন আর্জেন্টিনার সতীর্থরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
মেসির জন্য যুদ্ধে যাবেন আর্জেন্টিনার সতীর্থরা

কাতার বিশ্বকাপই হবে লিওনেল মেসির শেষ। কথাটা বেশ পুরোনোই।

খোদ আর্জেন্টাইন তারকাই ইঙ্গিত দিয়েছেন এটির। ক্যারিয়ারে কেবল একটি বিশ্বকাপ জেতাই বাকি তার। শেষবারের মতো এই ট্রফি জেতার লড়াইয়ে কাতারেই নামবেন তিনি।  

তবে মেসি যদি এমন সিদ্ধান্ত নিয়েও থাকেন, তাহলেও তাকে যেতে দেবেন না সতীর্থরা। অন্তত ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ বলছেন তেমনই। তার ভাষায় মেসি এটাকেই শেষ হিসেবে দেখলে সেটা ‘পাগলামো’। ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার জানিয়েছেন, মেসির জন্য যুদ্ধে যাবেন তারা।

ইএসপিএন আর্জেন্টিনাকে দেওয়া সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন, ‘এটা কীভাবে মেসির শেষ বিশ্বকাপ হয়? না, কোনোভাবেই না। মেসি পাগলামো করছে। আমরা তাকে যেতে দেবো না...তার জন্য যুদ্ধে যাবো। ’

এর আগে মেসি কাতার বিশ্বকাপ নিয়ে বলেছিলেন, ‘বিশ্বকাপের জন্য দিন গুনছি। প্রবল উদ্দীপনা আর দুশ্চিন্তা একই সঙ্গে কাজ করছে। আমরা এটা জিততে চাই, কী হবে জানি না। তবে এটাই শেষ, যা-ই হোক না কেন। ’

সময়ের সবচেয়ে বড় দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। তাদের একজনের সঙ্গে খেলতে পারাও সৌভাগ্য হিসেবে দেখার কথা ফুটবলারদের। সেখানে ক্লাবে মার্তিনেজের সতীর্থ রোনালদো, জাতীয় দলে মেসি।  

এ নিয়ে মার্তিনেজ বলেছেন, ‘আমার নিজেকে সৌভাগ্যবান মনে হয়। তাদের সঙ্গে খেলতে পারা আমার জন্য সম্মানের ব্যাপার। তারা সবকিছু জিতেছে। আরও জিততে চায়। ’

বাংলাদেশ সময় : ১০৪৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।