ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

নতুন মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য শেখ জামালের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
নতুন মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য শেখ জামালের ছবি: শোয়েব মিথুন

নতুন মৌসুমে নতুন রূপে আসছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ক্লাবের ফুটবল ম্যানেজমেন্টে এসেছে বদল।

এতে বদলে গেছে ক্লাবের চেহারা। আজ ঘরোয়া ফুটবল মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে বাফুফে ভবনে। ‍আগামী ১৩ নভেম্বর থেকে শুরু হবে স্বাধীনতা কাপ। এর আগেই নিজেদের দল গুছিয়ে নিয়েছে শেখ জামাল। মৌসুম শুরুর আসর স্বাধীনতা কাপসহ প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপেরও শিরোপা জিততে চায় দলটি।

আজ সোমবার (৩১ অক্টোবর) বসুন্ধরা গ্রুপের হেড কোয়ার্টার-২ এ ফুটবলারদের সঙ্গে দেখা করতে এসে এমন লক্ষ্যের কথা জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের ভাইস-চেয়ারম্যান এবং শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের প্রেসিডেন্ট সাফওয়ান সোবহান তাসভীর। তিনি বলেন, 'এবার যে দলটা গঠন করা হয়েছে এবং নতুনভাবে আমারা যেই সাপোর্ট টিমটা করেছি, আমি মনে করি এটার খুব ভালো সমন্বয় হবে। এখানে উপস্থিত সব খেলোয়াড়দের আমি দেখেছি। সবাই তরুণ ফুটবলার। সকলেরই ভালো করার ইচ্ছা শক্তি আছে। এই ইচ্ছা শক্তির প্রতিফলন আমরা মাঠে দেখতে পাবো বলে আশা করি। '

ক্লাবের পক্ষ থেকে খেলোয়াড়দের সব ধরনের সুযোগ-সুবিধা প্রদানের কথা বলেছেন সাফওয়ান সোবহান তাসভীর, 'নতুন ম্যানেজমেন্ট গঠন করা হয়েছে। সব খেলোয়াড়দের সাপোর্ট করার জন্য তারা সবসময়ে প্রস্তুত আছেন। আগের ম্যানেজমেন্টের মতো হবে না। আমরা কোনো কিছু চাপিয়ে দেবো না। কারো কোনো সমস্যা হলে ম্যানেজমেন্টের কাছে জানালেই হবে। তাদের মূল লক্ষ্যই খেলোয়াড়দের উন্নতি করা। এছাড়া আমাদের দারুণ একজন কোচ রয়েছেন। নতুন ম্যানেজমেন্ট এবং আমার নেতৃত্বে শেখ জামাল দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। অনূর্ধ্ব-১৮ শিরোপা জিতেছে। আমি চাইবো আগামী মৌসুমেও আরো ট্রফি আপনারা আমাকে উপহার দিবেন। '

দ্বিতীয় মেয়াদে শেখ জামালের কোচের দায়িত্বে ফিরেছেন মারুফুল হক। তরুণ ও অভিজ্ঞদের মিশেলে গড়া দল নিয়ে আশাবাদী তিনি, 'আবারো আমার প্রতি আস্থা রাখায় শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সভাপতি সাফওয়ান সোবহানকে ধন্যবাদ জানাতে চাই। এর আগে আমি ২০১৪-১৫ সালে এই ক্লাবের হয়ে কাজ করেছি। আমরা সব সময়ই এক নম্বর হওয়ার জন্য দল গঠন করে থাকি। এবারো আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গঠন করেছি। আমরা চেষ্টা করছি, ভালো কিছু করার জন্য। আমার প্রতি যে আস্থা রাখা হয়েছে সেই আস্থার প্রতিদান দেওয়ার জন্য চেষ্টা করবো। '

গত মৌসুমে খেলা গাম্বিয়ান ফরোয়ার্ড সোলাইমান সিল্লাহ ও উজবেকিস্তানের মিডফিল্ডার ভালিজনভ ওতাবেককে ধরে রেখেছে শেখ জামাল। নতুন তিন বিদেশি প্যারাগুয়ের সেন্টার ব্যাক জর্জে আগুইলার, উজবেকিস্তানের মিডফিল্ডার মাভলোনোভ নদিরবেক এবং সেন্ট ভিনসেন্টের ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্টকে দলে টেনেছে তারা। এছাড়া স্থানীয়দের মধ্যে শেখ রাসেল থেকে ফরোয়ার্ড মান্নাফ রাব্বি ও মোহাম্মদ জুয়েল, বসুন্ধরা কিংস থেকে ওবায়দুর রহমান নবাব ও পিয়াস আহমেদ নোভা, সাইফ স্পোর্টিং থেকে রাইট ব্যাক নাসিরুল ইসলামকে দলে ভিড়িয়েছে শেখ জামাল।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।