ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

স্বাধীনতা কাপের মূলপর্বে বিমান বাহিনী

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২২
স্বাধীনতা কাপের মূলপর্বে বিমান বাহিনী

দেশের ঘরোয়া ফুটবল লিগের প্রথম আসর স্বাধীনতা কাপের মূলপর্ব শুরু হবে আগামী ১৩ নভেম্বর। তবে গতকাল শুরু হয়েছে বাছাইপর্ব।

গোপালগঞ্জে বাছাইপর্বের প্রথম ম্যাচে টাইব্রেকারে জিতে মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ বিমান বাহিনী।

নির্ধারিত সময় শেষে বিসিএল ফুটবলে নবাগত লিটল ফ্রেন্ডস ক্লাবের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল বিমান বাহিনী। দলটির হয়ে জোড়া গোল করেছেন জাতীয় দলের ফরোয়ার্ড সুমন রেজা। ম্যাচের ২৮তম মিনিটে সুমন রেজার গোলে এগিয়ে যায় বিমান বাহিনী। তবে ২৭তম মিনিটে রায়হান মোল্লার গোলে সমতায় ফেরে লিটল ফ্রেন্ডস।  

৬৬তম মিনিটে ইয়াসিন আরাফাতের গোলে এগিয়ে যায় লিটল ফ্রেন্ডস। তবে ৭৫তম মিনিটে আবারও গোল করে দলকে সমতায় ফেরান সুমন রেজা। নির্ধারিত সময়ের খেলা ড্র হলে টাইব্রেকারে লিটল ফ্রেন্ডস ক্লাব হেরেছে ৫-৪ ব্যবধানে।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২২
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।