ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

‘ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২২
‘ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা’

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১১ দিন বাকি। এবার কাতারে বসতে চলেছে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ।

প্রতিবারই বিশ্বকাপের আগে আলোচনায় আসে বিশ্বাকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী। আক্টোপাস পল থেকে শুরু করে বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী করে তারকা বনে গিয়েছিল অনেক পশুপাখিও। আসন্ন বিশ্বকাপের আগে ভবিষ্যদ্বাণী করে আলোচনা সৃষ্টি করেছে ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টস। তাদের ভবিষ্যদ্বাণী অনুযায়ী এবার বিশ্বকাপে ফাইনালে দেখা হবে দুই প্রবল প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার। যেখানে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতবে আর্জেন্টিনা।

শুধু তাই নয় তারা বলছে—গোল্ডেন বুট ও বল জিতবেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ইএ স্পোর্টস ভবিষ্যদ্বাণীতে বলেছে, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ব্রাজিল, ফ্রান্স, পর্তুগাল এবং ইংল্যান্ডসহ কয়েকটি দেশ দারুণ প্রতিযোগিতা করবে। তাদের মতে, কাতার বিশ্বকাপ-২০২২ এর ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাস্পিয়ন ব্রাজিল। সেখানে ১-০ গোলে জয় পাবে লিওনেল মেসির দল।

সেমিফাইনালে ফ্রান্স, ব্রাজিল, আর্জেন্টিনা ও পর্তুগালকে দেখছে তারা। এর মধ্যে সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে যাবে আর্জেন্টিনা। অন্যদিকে পর্তুগালকে পেনাল্টিতে হারিয়ে ফাইনাল খেলবে ব্রাজিল। সাত ম্যাচ খেলে লিওনেল মেসি ৮ গোল করবেন এবং জিতবেন আসর সেরার পুরস্কার। ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে করবেন ৭ গোল।

এর আগে ২০১০ সালে ভবিষ্যদ্বাণীতে ইএ স্পোর্টস বলেছিল, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে স্পেন চ্যাম্পিয়ন হবে। শুধু তাই নয়, ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে জার্মানি এবং ২০১৮ সালে রাশিয়াতে ফ্রান্স চ্যাম্পিয়ন হওয়ার অনুমানও তারা করেছিল। সে অনুমান হুবহু মিলে যাওয়াতে অনেকে অবাক হয়েছিলেন। এবার দেখা যাক, কাতার বিশ্বকাপ নিয়ে ইএ স্পোর্টসের ভবিষ্যদ্বাণী কতটুকু সত্য হয়। যদি সত্যিই হয়েই যায়, তাহলে আর্জেন্টাইন ভক্তদের বহু বছরের অপেক্ষার অবসান ঘটবে। মেসির হাতে ধরা দেবে সেই সোনার হরিণ। অন্যদিকে হেক্সা জয়ের স্বপ্নভঙ্গ হবে ব্রাজিলের।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।