ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপ জেতার স্বপ্ন পূরণ করবে পর্তুগাল, আশা রোনালদোর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
বিশ্বকাপ জেতার স্বপ্ন পূরণ করবে পর্তুগাল, আশা রোনালদোর

বয়স ৩৭ হয়ে গেছে। আরেকটি বিশ্বকাপ খেলার সম্ভাবনাও কম সময়ের অন্যতম সেরা ফুটবলা ক্রিস্টিয়ানো রোনালদোর।

ম্যানচেস্টার ইউনাইটেডকে ঘিরে বিতর্ক পাশ কাটিয়ে এখন তার সব মনোযোগ কাতার বিশ্বকাপে। ইতোমধ্যে পর্তুগাল জাতীয় দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলনও করেছেন।  

খুব একটা আলোচনায় না থাকলেও পর্তুগালের এবার নিয়ে আসছে বেশ শক্তিশালী স্কোয়াড। ক্লাবে দলটির ফুটবলাররা নিয়মিতই ভালো পারফর্ম করছেন। এখন পর্তুগালের সামনে চ্যালেঞ্জ দল হিসেবে খেলতে পারা। তাদের সবচেয়ে বড় তারকা রোনালদো বলছেন, এবার স্বপ্নপূরণ করতে পারবেন এমন আশা তার।

অ্যাসোসিয়েট প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিশ্বকাপের আমাদের যে দল যাচ্ছে, তাতে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলটা দারুণভাবে হয়েছে। আশা করি, এবার পর্তুগাল বিশ্বকে এটা দেখাতে পারবে যে, আমাদেরও সবার সেরা হওয়ার ক্ষমতা আছে। ’

এবার নিজের পঞ্চম বিশ্বকাপ খেলতে নামবেন রোনালদো। এর আগে আরও চারটি বিশ্বকাপ খেলেছেন, অভিজ্ঞতাও কম নেই। তবুও এবারের দল নিয়ে বেশ আশাবাদী তিনি, ‘এক প্রজন্মের সঙ্গে আরেক প্রজন্মের তুলনা করাটা খুবই কঠিন। পর্তুগালের হয়ে অতীতে যারা খেলেছেন অথবা যারা এই মুহূর্তে আছে, তাদের সবাইকেই প্রতিকূলতা অতিক্রম করে এখানে আসতে হয়েছে। তবে নতুন প্রজন্মের ফুটবলারদের দেখে আমি রোমাঞ্চিত। ’

‘অবশ্যই বাকি দলগুলোর মতো আমরাও বিশ্বকাপ জেতার লক্ষ্য নিয়ে খেলতে এসেছি এবং বিশ্বাস করি এই দল সেই স্বপ্ন পূরণ করতে পারে। ’

রোনালদো আরও বলেছেন, ‘এখানে বিশ্বের সেরা দলগুলো খেলতে এসেছে। অনেক সর্বোচ্চ পর্যায়ের প্রতিভারাও নিজেদের দক্ষতা প্রমাণ করতে এসেছে। এ কারণে আমাদের সতর্ক থাকতে হবে, মাথা ঠাণ্ডা রেখে নিজেদের সক্ষমতা প্রমাণ করতে হবে। এই বিশ্বকাপ নতুন প্রজন্মের তারকাদের হতে চলেছে, যারা চোখের পলকে খেলার গতি বদলে দিতে পারে। ’

বাংলাদেশ সময় : ১১৫৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।