সময়ের সেরা দল নিয়ে কাতারে পা রেখেছে আর্জেন্টিনা। শিরোপার অন্যতম দাবিদারও বটে।
সৌদি আরব ও কাতার পাশাপাশি দেশ। তবে তাই বলে এখানে পিকনিক করতে আসেননি রেনার্ড। সামর্থ্যের সবটুকু দিয়ে পুরো ৯০ মিনিট লড়াই করতে চান। তাই তো আর্জেন্টিনাকে হুমকি দেওয়ার আত্মবিশ্বাস আছে তার। আজ বিকাল ৪টায় লুসাইল স্টেডিয়ামে আজ আর্জেন্টিনার বিপক্ষে লড়বে সৌদি আরব।
তার আগে রেনার্ড বলেন, ‘আমরা পিকনিক করতে আসিনি। নিজেদের সেরাটা দিতে এবং সৌদিদের তাদের দল নিয়ে গর্ব করাতেই এখানে এসেছি। আমাদের ভালো পারফর্ম করতে হবে। তাছাড়া আমাদের আর বিকল্প নেই। ’
আর্জেন্টিনার বিপক্ষে চার দেখায় একবারও জয় পায়নি সৌদি আরব। সবশেষ খেলেছিল ১০ বছর আগের এক প্রীতি ম্যাচে। সেবার অবশ্য গোলশুন্য ড্র করে তারা। সেই ম্যাচের মতো আজও আর্জেন্টিনার একাদশে থাকবেন লিওনেল মেসি।
আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নিয়ে রেনার্ড বলেন, ‘আমরা যদি পিএসজিতে তার পরিসংখ্যান দেখি, ফ্রেঞ্চ লিগে নেইমারের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ অ্যাসিস্ট রয়েছে। সে ধারাবাহিকভাবে উঁচুমানের ফুটবল খেলছে। তবে আমরা দলের বাকি খেলোয়াড়দের ভুলে যেতে পারি না। কারণ তারাও উঁচুমানের ফুটবলার। ’
বাস্তবতা বিবেচনায় আর্জেন্টিনার কাছে হারার সম্ভাবনাই বেশি সৌদি আরবের। তা মানছেন রেনার্ডও। তবে স্বপ্ন দেখতে দোষ কী, ‘ফুটবলে কোনো সীমাবদ্ধতা নেই। এখানে নিজের ভাগ্য নিজেকেই তৈরী করতে হয়। ভুল শুধরে ও সামর্থ্য সর্বোচ্চটুকু অনুযায়ী প্রস্তুতি নিয়ে মাঠে সবকিছু উজার করে দিতে হয়। যদি এসব করতে পারি তাহলে স্বপ্ন কেন দেখব না?’
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
এএইচএস