ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এক ম্যাচ খেলেই বিশ্বকাপ শেষ এরনঁদেজের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
এক ম্যাচ খেলেই বিশ্বকাপ শেষ এরনঁদেজের সংগৃহীত ছবি

২০২২ কাতার বিশ্বকাপ শুরুর আগেই ইনজুরিতে ছিটকে যান করিম বেনজেমা। এরপর ব্যালন ডি'অরজয়ী স্ট্রাইকারকে ছাড়াই গোল উৎসবে বিশ্বকাপ শুরু করে ফ্রান্স।

কিন্তু এক ম্যাচ পরেই দুঃসংবাদ। ইনজুরিতে ছিটকে গেছেন দলটির আরেক তারকা ফুটবলার লুকা এরনঁদেজ।  

গতকাল রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ গোলের জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে দিদিয়ের দেশমের দল। কিন্তু ম্যাচের ১৩তম মিনিটে ইনজুরিতে পড়েন এরনঁদেজ। হাঁটুতে চোট পেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন এই ডিফেন্ডার। স্ক্যান করার পর ফ্রান্স দলের পক্ষে থেকে জানানো হয়, কাতার বিশ্বকাপে আর খেলা হচ্ছে না এই ডিফেন্ডারের।

এরনঁদেজের ইনজুরিতে দুশ্চিন্তা বাড়লো ফ্রান্সের। বিশ্বকাপ শুরুর আগেই ইনজুরির কারণে ৬জন ফুটবলারকে হারায় বর্তমান চ্যাম্পিয়নরা। এরমধ্যে গত বিশ্বকাপজয়ী গুরুত্বপূর্ণ ফুটবলার এনগোলা কঁতে, পল পগবাও রয়েছেন। রয়েছেন প্রিসনেল কিম্পেম্বে, এনকুকুও। আর বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে ইনজুরিতে পড়ে ছিটকে যান বেনজেমা।  

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।