কাতারের আল থুমামা স্টেডিয়ামে আজ (২৩ নভেম্বর) মুখোমুখি হয়েছে স্পেন ও কোস্টারিকা। ম্যাচের প্রথমার্ধেই বড় জয়ের ইঙ্গিত দিয়ে রাখল স্পেন।
ম্যাচের শুরু থেকেই কোস্টারিকার ওপর চড়াও হয়ে খেলতে থাকে স্পেন। প্রথমার্ধে পুরোটাই ছিল তাদের আধিপত্য। ম্যাচের ১১ মিনিটের দানি ওলমোর গোলে এগিয়ে যায় স্পেন। গাভির যোগান দেয়া বলে গোল করে দলকে এগিয়ে নেন ওলমো।
একের পর এক আক্রমনের ধারাবাহিকতায় আসেনসিওর গোলে ব্যবধান দ্বিগুণ করে স্পেন। জর্দি আলাবার ক্রসে বাঁ পায়ের নিখুঁত প্লেসিং শটে গোল করেন আসেনসিও।
৩১ মিনিটে ডি-বক্সে ফাউলের শিকার হন জর্দি আলাবা। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল কর দলকে এগিয়ে নিতে কোনও ভুল করেননি ফেরান তোরেস।
কোস্টারিকার বিপক্ষে স্পেনের রেকর্ড চমৎকার। দু’দলের মুখোমুখি হয়েছে তিনবার। তিনটি ম্যাচের মধ্যে দু’টি জিতেছে স্পেন। কোস্টারিকা কখনোই কোনো আনুষ্ঠানিক খেলায় স্পেনকে পরাজিত করতে পারেনি।
দু’দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০১৭ সালে, একটি প্রীতি ম্যাচে। স্পেন সেই ম্যাচটি জিতেছিল ৫-০ ব্যবধানে।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
এআর