কানাডার বিপক্ষে বেশ ভুগতেই হয়েছে বেলজিয়ামকে। শেষ অবধি তারা ম্যাচটি জিতেছে ১-০ গোলে।
ম্যাচশেষে সংবাদ সম্মেলনে ডি ব্রুইন বলেছেন, ‘আমার মনে হয় না ভালো ম্যাচ খেলেছি, জানি না কেন এই ট্রফি পেলাম- হয়তো আমার নামের জন্য। আমরা আসলে দল হিসেবে ভালো খেলিনি, বিশেষত প্রথমার্ধে। ’
‘আমরা খুব বাজে শুরু করেছিলাম, মোমেন্টামটা কানাডার দিকে ছিল আর আমরা প্রেস করে এটা ভাঙতে পারিনি। আমার মনে হয় ভাবনার চেয়ে বেশি জায়গা ছিল। আমিসহ মনে হয় না দল ভালো ম্যাচ খেলেছে কিন্তু শেষ পর্যন্ত জেতার পথটা পেয়েছি। ’
জাপানের বিপক্ষে মোট ৩৩টি পাসের ২৩টি সম্পূর্ণ করতে পেরেছেন। চারবার সুযোগ তৈরি করেছেন গোলের, তার আর কোনো সতীর্থই পারেননি একবারের বেশি। দল হিসেবে কানাডার চেয়ে বেশ পিছিয়ে ছিল বেলজিয়াম। তাদের ২২ শটের বিপরীতে কেবল নয়টি শট নিতে পেরেছে ডি ব্রুইনের দল।
বাংলাদেশ সময় : ১৩১৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
এমএইচবি