ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ম্যাচের আগে যৌন সম্পর্কের অনুমতি দিলেন স্পেন কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
ম্যাচের আগে যৌন সম্পর্কের অনুমতি দিলেন স্পেন কোচ

কোস্টারিকাকে ৭-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে দুর্দান্ত শুরু করে স্পেন। বড় জয়ের পর বেশ ফুরফুরে মেজাজেই আছে তারা।

তবে খুব স্বস্তিতে থাকার সুযোগ নেই। কারণ পরের ম্যাচ শক্তিশালী জার্মানির বিপক্ষে। হাইভোল্টেজ ম্যাচের আগের রাতে ফুটবলারদের জন্য নানান বিধিনিষেধ জুড়ে দিয়েছেন স্পেন কোচ লুইস এনরিকে।

কোনো ফুটবলারই রাতে ফূর্তি বা হৈ-হুল্লোড় করতে পারবেন না। ম্যাচের আগের দিন সতেজ থাকতে হবে। তবে যৌন সম্পর্কের ব্যাপারে কোনো বাধা দিচ্ছেন না স্পেন কোচ।

এনরিকে বলেন, ‘যৌন সম্পর্কের বিষয়টা আমার কাছে একদমই স্বাভাবিক। ম্যাচের আগের রাতে হৈ-হুল্লোড় করাটা আমার কাছে আদর্শ নয়। তবে যৌন সম্পর্ক গুরুত্বপূর্ণ বলেই আমি মনে করি এবং খেলোয়াড় হিসেবে যখন পেরেছি তখনই আমি আমার স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছি। এই ব্যাপারে কখনো দুশ্চিন্তা কাজ করেনি। ’

বিশ্বকাপে স্পেনের অনেক ফুটবলারই স্ত্রী ও বান্ধবীকে সঙ্গে নিয়ে গেছেন। ফেরান তোরেস তো কোচ এনরিকের মেয়ে সিরা মার্তিনেসের সঙ্গেই প্রেম করছেন। কোস্টারিকার বিপক্ষে জোড়া গোল করে প্রেমিকাকেই উৎসর্গ করেন এই ফরোয়ার্ড।  

স্পেনের স্কোয়াডে প্রিয় ফুটবলার প্রসঙ্গে তোরেসের নামই প্রথমে নেন এনরিকে। যদিও সেটা রসিকতা করেই বলেন তিনি, ‘এটা খুবই সহজ, তোরেস আমার প্রিয় খেলোয়াড়।  কারণ সে যদি আমার পছন্দের না হয়, তাহলে আমার মেয়ে মাথা কেটে ফেলবে আমার। ’ 

এদিকে আগামী রোববার বাংলাদেশ সময় রাত ১টায় জার্মানির মুখোমুখি হবে স্পেন।  

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।