ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

সেমিফাইনালে বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
সেমিফাইনালে বসুন্ধরা কিংস

স্বাধীনতা কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে দেশের অন্যতম সেরা ক্লাব বসুন্ধরা কিংস। আজ (২৬ নভেম্বর) মুন্সিগঞ্জে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছিল বসুন্ধরা।

ম্যাচে ২-০ গোলে জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বসুন্ধরা। দলের হয়ে গোল দুটি করেছেন রাকিব হোসেন ও রবসন রবিনহো।

ম্যাচের ৩৪ মিনিটে রাকিব হোসেনের গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। রিমনের লম্বা ক্রস জায়গা ছেড়ে ফেরাতে আসেন মোহামেডান গোলরক্ষক হাবিব বিপু কিন্তু গ্লাভসে আটকাতে না পারায় বল পেয়ে যান রাকিব হোসেন। ফাকা পোস্টে সহজেই লক্ষ্যভেদ করেন তিনি। প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়ে বিরতীতে যায় কিংস।  

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে চেষ্টা করে মোহামেডান। কিন্তু কিংসের রক্ষণ ভাঙতে পারেনি সাদা-কালোরা। উল্টো গোল খেয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা।

৮৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবসন রবিনহো। দরিয়েলতনের সঙ্গে ওয়ান- টু-ওয়ান খেলে বক্সের বাইরে থেকে নেওয়া শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
 এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।