ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

এমফনের গোলে সেমিতে শেখ রাসেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
এমফনের গোলে সেমিতে শেখ রাসেল

স্বাধীনতা কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। আজ (২৬ নভেম্বর) গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে তারা।

দলের পক্ষে একমাত্র গোলটি করেছেন এমফন উদোহ।

গ্রুপ পর্বের পারফরম্যান্স নক আউটেও ধরে রেখেছে শেখ রাসেল। ছন্দময় ফুটবল খেলে শেষ চারে জুলফিকার মাহমুদের দল। তবে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে প্রথমার্ধে পায়নি গোলের দেখা। বেশ কয়েকবার সুযোগ তৈরি করেও লক্ষ্যভেদ করতে পারেনি তারা।

অবশেষে ৮৫ মিনিটে ডেড লক ভাঙে শেখ রাসেল ক্রীড়া চক্র। হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের জোড়াল শট এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে চলে যায় ফাঁকায় থাকা এমফন উদোহর পায়ে। কোনাকুনি থেকে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ান এই ফরোয়ার্ড। আর এতেই নিশ্চিত হয়ে যায় শেষ চারে খেলা।

সেমিফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিপক্ষ আবাহনী লিমিটেড ও শেখ জামালের মধ্যকার ম্যাচের জয়ী দল।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।