ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

মাঠে নেমেই ম্যারাডোনাকে ছুঁয়ে মেসির রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
মাঠে নেমেই ম্যারাডোনাকে ছুঁয়ে মেসির রেকর্ড

বিশ্বকাপে খেলতে এসে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন বর্তমান বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি। এবার মেক্সিকোর বিপক্ষে মাঠে নেমেই তিনি ছুঁলেন স্বদেশী কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে।

কাতার বিশ্বকাপে শনিবার রাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে খেলতে নেমেই এই রেকর্ড গড়েন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। দেশটির হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে এখন ম্যারাডোনার পাশে অবস্থান করছেন পিএসজির এই ফরোয়ার্ড।

দেশের হয়ে ইতোমধ্যে ম্যারাডোনাকে ছাড়িয়ে সর্বোচ্চ ম্যাচ খেলে ফেলেছেন মেসি। তবে বিশ্বকাপের মঞ্চে ম্যারাডোনাকে ছুঁতে অপেক্ষা করতে হয়েছে এই আসর পর্যন্ত। ২১ ম্যাচ খেলে এই দুইজন এখন পাশাপাশি অবস্থান করছেন। পরবর্তী ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই তিনি ছাড়িয়ে যাবেন ম্যারাডোনাকে।

বাংলাদেশ সময়: ০১৪৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।