ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপে নিষিদ্ধ করা হলো ‘ক্রুসেডারদের’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
বিশ্বকাপে নিষিদ্ধ করা হলো ‘ক্রুসেডারদের’

কাতার বিশ্বকাপে ইংল্যান্ড-ইরানের ম্যাচ দেখার জন্য ক্রুসেডার পোশাকে নিজেকে সাজিয়ে তুলেন কিছু ইংলিশ সমর্থক। তাদের পরনে ছিল চেইনের বর্ম, প্লাস্টিক হেলমেট ও খেলনার অস্ত্র।

কিন্তু আইনি বাধ্যবাধকতার কারণে খেলাটাই দেখতে পারেননি তারা। তাদেরকে স্টেডিয়াম প্রবেশ করতে দেননি নিরাপত্তাকর্মীরা।

মুলত ক্রুসেডার পোশাক মুসলিম দেশগুলোতে নিষিদ্ধ ঐতিহাসিক কারণে। যার পেছনে এক বেদনাদায়ক ইতিহাস আছে মুসলিম দেশগুলোর। ১১ থেকে ১৩ শতাব্দীতে পর্যন্ত মুসলমানদের অধীনে থাকা জেরুজালেম এবং আশেপাশের এলাকাগুলোর দখলের জন্য বেশ কয়েকবার হামলা চালায় ইউরোপের খ্রিস্টানদের সম্মিলিত শক্তি। সেইসব ধর্মযোদ্ধাদের বলা হয় ক্রুসেডার।

ইংল্যান্ড সমর্থকরা তাদের মতোই পোশাক পরে আসেন বিভিন্ন ক্রীড়া আসরে। কিন্তু কাতারে এসে বিপাকে পড়লেন তারা। ফিফার এক মুখপাত্র জানান, ‘এই ধরণের পোশাক আরব ও মধ্যপ্রাচ্যের দেশে আপত্তিকর। তাই তাদের স্টেডিয়ামে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। ’

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।