ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

দুই ম্যাচ জেতায় ব্রাজিলকে অভিনন্দন আর্জেন্টিনা কোচের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
দুই ম্যাচ জেতায় ব্রাজিলকে অভিনন্দন আর্জেন্টিনা কোচের

বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলের পথচলার শুরু হয়েছে আলাদাভাবে। সার্বিয়ার বিপক্ষে নান্দনিক ফুটবল খেলে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে সেলেসাওরা।

পরে সুইজারল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত করেছে শেষ ষোলোও। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে যায় আর্জেন্টিনা।

পরে মেক্সিকোকে হারালেও শেষ ষোলোতে যেতে জয় প্রয়োজন পোল্যান্ডের বিপক্ষেও। এই ম্যাচ হারলে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলে বরারবরই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। বিশ্বজুড়ে তাদের সমর্থকদের মধ্যেও দেখা যায় এর প্রভাব। তবে বিশ্বকাপে ব্রাজিলের দারুণ শুরুর জন্য তাদের অভিনন্দন জানিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

বুধবার রাতে পোল্যান্ডের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘বিশ্বকাপের আকার অনুযায়ী, যে ম্যাচটাই আমরা খেলতে যাচ্ছি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাই আমাদের দর্শন। আর ব্রাজিলের ব্যাপারে, আমি একজন দক্ষিণ আমেরিকান; খুশি যে তারা ভালো করছে। যদি কেউ অন্য কিছু ভাবে, তাহলে সে ভুল। ’

‘আমি একজন দক্ষিণ আমেরিকার ফুটবল ভক্ত। যদি আর্জেন্টিনা না জেতে, তাহলে চাইবো দক্ষিণ আমেরিকার কেউ যেন জেতে। কোনো সন্দেহ ছাড়াই ব্রাজিল দারুণ করছে, দুটি ম্যাচই জিতেছে। আমি তাদের অভিনন্দন জানাই। ’

পোলিশদের বিপক্ষে মাঠে নামার আগে দলের অবস্থা জানিয়ে স্কালোনি বলেছেন, ‘দল এখন শান্ত আছে। এই ধরনের খেলায় আমরা জানি প্রতি ম্যাচই গুরুত্বপূর্ণ। শেষ ম্যাচে দল জিতেছে, এটাই মূল বিষয়। ’

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।