ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফ্রান্স

ফ্রান্সে সাংবাদিক মুমতাজের মুক্তি দাবি

এনায়েত হোসেন সোহেল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৪
ফ্রান্সে সাংবাদিক মুমতাজের মুক্তি দাবি চৌধুরী মুমতাজ আহমদ

ফ্রান্স: দৈনিক মানবজমিন পত্রিকার সিলেটের বিশেষ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক চৌধুরী মুমতাজ আহমদকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফ্রান্সের রাজধানী প্যারিসে কর্মরত প্রবাসী বাংলাদেশি গণমাধ্যমকর্মীরা।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে প্রবাসী গণমাধ্যমকর্মীরা মুমতাজের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও নিঃর্শত মুক্তির দাবি জানিয়েছেন।



তারা বলেন, পুলিশের পরিকল্পিত ও সাজানো মামলায় মুমতাজকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে মুমতাজের মুক্তির দাবি জানিয়েছেন চ্যানেল এস ও চ্যনেল ৭১ এর ইউরোপ অঞ্চলের বিশেষ প্রতিনিধি নুরুল ওয়াহিদ, এনটিভির ফ্রান্স প্রতিনিধি শাহীন আহমদ, বাংলা টিভির ফ্রান্স প্রতিনিধি সেলিম উদ্দিন, বাংলা কাগজ ফ্রান্সের স্টাফ রিপোর্টার এনায়েত হোসেন সোহেল, লুত্ফুর রহমান বাবু, ফ্রিল্যান্স সাংবাদিক দেলোয়ার হোসেন সেলিম, প্যারিস বার্তা সম্পাদক মাম হিমু প্রমুখ!

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।