ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফ্রান্স

ফ্রান্সে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিবকে সংবর্ধনা

এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪
ফ্রান্সে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিবকে সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফ্রান্স: ফ্রান্সের রাজধানী প্যারিসের লা কর্নবে বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব জহুরুল ইসলাম রোহেলকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে স্থানীয় একটি অভিজাত হোটেলে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।



মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপ সচিব জহুরুল ইসলামের গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। আর প্যারিস প্রবাসী বড়লেখা উপজেলাবাসী আয়োজন করে এ সংবর্ধনা অনুষ্ঠানের।

এতে সভাপতিত্ব করেন সাংবাদিক ও কলামিস্ট আব্দুল মান্নান আজাদ। মিতুন গুপ্ত ও ফয়জুল হকের যৌথ পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুলু আহমেদ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক নুরুল ওয়াহিদ, অর্ধেন্দু দাস, জসিম উদ্দিন, কামরুল ইসলাম, সেলিম আহমদ, সিদ্দিকুর রহমান নোবেল, দেলোয়ার হোসেন ও জাহান শহীদ প্রমুখ।

সংবর্ধিত অতিথিকে প্রদান করা মানপত্র পাঠ করেন জাহিদুল ইসলাম।

এসময়, সংবর্ধিত উপ সচিব জহুরুল ইসলাম রোহেল বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের সব ক্ষেত্রে প্রবাসীদের অবদান অনেক।

তারা প্রবাসে যাতে বাংলাদেশের মুখ সব সময় উজ্জ্বল রাখতে পারে সে আহ্বান জানান তিনি।

অতি দ্রুতই বড়লেখার শহীদ মিনার নির্মাণ, সেই সঙ্গে বড়লেখার সার্বিক উন্নয়নে তার হাত প্রসারিত রাখারও আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।