ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফ্রান্স

প্যারিস থেকে রহমান মাসুদ

১০ হাজার সংবাদকর্মীর মিডিয়া রুম

রহমান মাসুদ, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
১০ হাজার সংবাদকর্মীর মিডিয়া রুম ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্যারিস, ফ্রান্স: বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২১) কভার করতে ১৯৬ দেশের প্রায় ১০ হাজার সংবাদকর্মী এখন প্যারিসে। ল্যাঁ বুর্জের বিশাল কপ কনফারেন্স সেন্টারে কেবল মিডিয়াকর্মীদের জন্য স্থাপন করা হয়েছে বিশাল মিডিয়া সেন্টার।



দুই তলার এই মিডিয়া সেন্টারের ওপর নীচ মিলে ৫ হাজার বড় সাইজের ডেস্কটপ কম্পিউটার ও এক হাজার ল্যাপটপ ডেস্ক রয়েছে।

কেবল তাই নয়, সারা কনফারেন্স হলের প্রায় সর্বত্রই রয়েছে সংবাদকর্মীদের বসে কাজ করার সুযোগ। মিডিয়া সেন্টারের প্রায় সবখানেই আছে ফটোকপি করার সুযোগ।

সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগসহ আধুনিক প্রযুক্তির সেবা দিতে মিডিয়া সেন্টারে রাত-দিন অপেক্ষা করছেন স্বেচ্ছাসেবকরা।

হাজার হাজার সংবাদকর্মী কাজ করছেন অনেকটা গভীর মনোযোগের সাথে। কারো যেন কোনো অসুবিধা না হয়, সেদিকে নজর সবার। সবখানে কেবল কি বোর্ডের শব্দ।

সংবাদকর্মীদের জন্য আছে বিশ্রাম নেওয়ারও সুযোগ। আছে বিভিন্ন দেশের সংবাদকর্মীদের সঙ্গে আড্ডা দেওয়া ও আলোচনা করার স্থান, খাবারের দোকান ও কফিশপ।

কেবল তাই নয়, বিশ্ব মিডিয়ার আলোচিত সংবাদ মাধ্যমগুলো স্পেস ভাড়া নিয়ে গড়ে তুলেছে অস্থায়ী স্টুডিও, এডিটিং প্যানেল ও লাইভ স্পট।

মিডিয়া সেন্টারের বাইরেও করা হয়েছে নানা সম্প্রচার মঞ্চ।

দিন-রাত সংবাদকর্মীরা কপ-২১ সম্মেলনের আপডেট জানাচ্ছেন পাঠক ও দর্শকদের। এজন্য মিডিয়া রুমের বাইরের সবগুলো হলেই রয়েছে তাদের ছোটাছুটি।

আইরিশ মার্ক জুকারের ভাষায় অসম্ভব সুন্দর আয়োজন এখানে। নিরবচ্ছিন্ন কাজের জন্য এর চেয়ে আর ভালো আয়োজন হয় না।

দক্ষিণ আফ্রিকান সাংবাদিক রবার্ট ইয়েলের ভাষায়, সংবাদকর্মীদের সব চাহিদাই পূরণ করতে পেরেছ মিডিয়া সেন্টার।

কেবল তাই নয়, মিডিয়াকর্মীদের সহায়তায় বাস ও মেট্রো স্টেশনগুলোতে আছে ভলান্টিয়ার। ২৮ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত প্যারিসের সবধরনের যানবহন করে দেওয়া হয়েছে ফ্রি।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
আরএম/আরআই

** কপ-২১ সম্মেলনের সফলতা নিয়ে ধোঁয়াশা
** বাংলানিউজের মাসুদ এখন প্যারিসে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।