ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফ্রান্স

ফ্রান্সে বিয়ানীবাজার সমিতির ঈদ পুনর্মিলনী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
ফ্রান্সে বিয়ানীবাজার সমিতির ঈদ পুনর্মিলনী বিয়ানীবাজার সমাজকল্যাণ সমিতির সদস্যরা

জাঁকজমক আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো বিয়ানীবাজার সমাজকল্যাণ সমিতি তুলুজ ফ্রান্সের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠান। 

রোববার (০৯ জুলাই) ফ্রান্সের পিঙ্ক সিটি খ্যাত তুলুজ শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ অনুষ্ঠান হয়। এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

 

গ্রুপ অব সোলজার আয়োজিত অনুষ্ঠানে সমিতির উপদেষ্টা কমিউনিটি ব্যক্তিত্ব হক বজলুর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক শাওন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল।

বিশেষ অতিথি ছিলেন, সুলতান আহমদ মিঠু, আজাদ আহমদ রিপন, মাসুম আহমদ, এনাম উদ্দিন, এমরান হোসেন, জাহেদ হোসেন নানু, জহিরুল ইসলাম কাজল।  

বক্তব্য রাখেন, এমদাদ হোসেন সুবেল, ফয়সল খান, আলী হোসেন মিষ্ঠু, জাহাঙ্গীর হোসাইন, রাসেল হক, আব্দুল বাসিত প্রমুখ।  

অনুষ্ঠানে নবগঠিত সিলেট, বিয়ানীবাজার সমাজকল্যাণ সমিতি তুলুজের ২৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পর্ষদকে পরিচয় করিয়ে দেওয়া হয়। পর্ষদের নেতারা হলেন, সভাপতি সুলতান আহমদ মিঠু, সহ-সভাপতি আজাদ আহমদ রিপন, নাহিদ হোসেন, সাধারণ সম্পাদক জাহাজ হোসেন নানু, সহ-সাধারণ সম্পাদক এমদাদ হোসেন সুবেল, জাহাঙ্গীর হোসাইন, শাওন আহমদ, সাংগঠনিক সম্পাদক রাসেল হক, সহ সাংগঠনিক সম্পাদক, জামিল আহমদ, শাহেদুর রহমান, শরীফ আহমদ, আলী হোসেন মিষ্ঠু, অর্থ সম্পাদক রেহান উদ্দিন, সহ অর্থ সম্পাদক ফরহাদ হোসেন, অফিস সম্পাদক আলী হোসেন, সহ অফিস সম্পাদক মুজিবুর রহমান, মজির উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুন্না রহমান, শাহিদুর রহমান, আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক দেলোয়ার হোসাইন, শেখ জাহাঙ্গীর আলম, রাজীব আহমদ।   

সমিতির উপদেষ্টারা হলেন, প্রধান উপদেষ্টা জুবের হোসেন মজনু, সহকারী উপদেষ্টা ফয়জুল হক, হক বজলু, এনাম উদ্দিন, এমরান হোসাইন ও জাকারিয়া আহমদ।

বাংলাদেশ সময়: ০৬৪৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।