ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফ্রান্স

প্যারিসে বাংলাদেশিদের ব্যবস্থাপনায় ৩ স্থানে ঈদ জামাত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
প্যারিসে বাংলাদেশিদের ব্যবস্থাপনায় ৩ স্থানে ঈদ জামাত

মধ্যপ্রাচ্যসহ ইউরোপের দেশগুলোতে শুক্রবার (০১ সেপ্টেম্বর) ঈদুল আযহা উদযাপিত হবে।

এ উপলক্ষে ফ্রান্সের প্যারিসে বাংলাদেশিদের ব্যবস্থাপনায় পৃথক পৃথক তিনটি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

জন সমাগমের উপর ভিত্তি করে প্রতিটি স্থানে একাধিক ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে।

বাংলাদেশিদের সবচেয়ে বড় জামাত হবে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে।

এখানে সকাল আটটা, নয়টা ও দশটায় তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়াও ওভার ভিলায় বাংলাদেশি কমিউনিটি মসজিদ এবং মেট্রো হোশ মসজিদে দলমত-নির্বিশেষে বাংলাদেশি ছাড়া ও স্থানীয় ও বিভিন্ন দেশের মুসলমানরা ঈদের জামাতে অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।